Slide

Tuesday, September 3

WINDOWS OS এ নিজের Command Prompt তৈরি করুন অনেক সহজে।

HELLO EveryOne.....
আজ নতুন একটা Tune নিয়ে পোস্ট তা লিখা। অনেকের হয়ত জানা আসে এইটা আবার অনেকের হয়ত জানা নেই।তাই জারা জানেন না তাদের জন্য মুলত এই পোস্ট।

সলে TechTunes এ প্রায় সব ধরনের Tune করা আছে।আমি এখানে নতুন Tuner. মাত্র ৩ দিন আগেই যুক্ত হলাম TechTunes এর সাথে ।So I am newbie Here . :-) .আমি যেটা করি কোন নিয়ে Tune করার আগে সেইটা হল আমি আগে TechTunes এ Search করে দেখি আমি জ Tune তা করতে যাচ্ছি সেইটা কি আগে Tune হইসে। যদি হয় থাকে তাইলে দেখি Tune তাতে কি আমি যেইটা দেখানোর চেষ্টা করতেসি সেইটা দেখান হইসে কিনা। যদি দেখান হয়ে থাকে তাইলে আমি Tune করিনা।কারন মানুশ আবার আমারে গালাগালি দেয়া শুরু করবে তাই আমি এটা থেকে বিরত থাকার চেষ্টা করি :-) .আর যদি না থাকে তাইলে তো কথাই নাই আমি Tune দেখা শুরু করে দেই। যাই হোক আবার কাজের কথায় আসি আপনারা সবাই তো জানেন জ Command Prompt কি? :-) .না জানলেও কোন Problem নাই ।আমি একটু ধারনা দিচ্ছি Command Prompt হল MS OS(Operating System)  Windows এর একটা Short-Curt  Program/Folder রান করার পদ্ধতি।যেইটা দিয়ে আপনি অনেক Program/Software/Folder/Hard Drive না খুজেই  Command Prompt এ টাইপ করে রান করতে পারবেন। কিন্তু সমস্যা হল আপনি সব Software Command Prompt  দিয়ে রান করতে পারবেন না। কিছু কিছু Build-In Software আপনি রান করতে পারবেন যেমন Notepad(notepad), Calculator(calc) আর কিছু Software/Program .আমি যেইটা দেখাব সেইটা জানার পর আপনি যেকোনো Command Prompt দিয়ে রান করতে পারবেন।চলুন দেখি তাইলে কিভাবে করা যায় সেইটা :-) ... Command Prompt রান করতে হয় Windows Button চেপে টাইপ করুন cmd (Windows 7,8 এ)...অথবা (Windows + R) চাপলেও হবে।




১.
প্রথমে আপনি যেটার Command Prompt তৈরি করতে চাচ্ছেন সেই Program/Folder/Software (Right Click) সিলেক্ট করে সেটার Short-Curt তৈরি করুন। Right Click>Create Short-Curt অথবা Right Click>Send to>Desktop(Short-Curt). তারপর Short-Curt টি  Rename করুন ছোট একটা নাম দিয়ে এবং সেটি Copy/Cut করে C Drive এ গিয়ে Windows নামে একটা ফোল্ডার আসে সেখানে Paste করুন। আপনার  কাজ শেষ। এখন Command Prompt  (Windows + R) রান করে Software  টা যে নাম এ Rename করেসেন সেইটা লিখে Enter চাপুন।  দেখবেন আপনার Software টা চালু হয়ে যাবে। নিচের Screen Short  গুলা দেখুন। আমি Google Chrome এর Command Prompt তৈরি করে দেখালাম। আপনারা যেকোনো Software/Folder/Hard Drive এর Command Prompt তৈরি করতে পারবেন।





Enjoy Your Own Command Prompt! (y)..

No comments: